৬৪টি জন লোক নিবে বি-আর পাওয়ারজেন লিমিটেড

 ৬৪টি  জন লোক নিবে বি-আর পাওয়ারজেন লিমিটেড



সম্প্রতি বি-আর পাওয়ারজেন লিমিটেড তিনটি পদে মোট ৬৪ জন লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ।  বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোর যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ

দিতে পারে যে কেউ। অনলাইনে পদগুলোর জন্য আবেদন করতে হবে। 



পদের নাম ও  পদ সংখ্যা

(১) সিকিউরিটি সুপারভাইজার

 পদের সংখ্যাঃ  ৯ টি

 মূল বেতনঃ ২৩ হাজার টাকা সঙ্গে কোম্পানির বিদ্যমান বিধি মোতাবেক অন্য ভাতা ও সুবিধাদি।

পে গ্রেডঃ ১৪

আবেদনের শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি অথবা সমমান। কমপক্ষে প্রতিরক্ষা বাহিনীর ওয়ারেন্ট অফিসার হিসেবে অবসরপ্রাপ্ত।


(২)  ওয়ার্ক এসিস্ট্যান্ট (গ্রেড ৪)

 পদ সংখ্যাঃ ১৪ টি

 বেতনঃ ১৭ হাজার টাকা। কোম্পানির বিদ্যমান বিধি মোতাবেক অন্য ভাতা ও সুবিধাদি।

পে গ্রেটঃ ১৭

শিক্ষাগত যোগ্যতাঃ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত কারিগরি প্রতিষ্ঠান থেকে এসএসসি ভোকেশনাল অথবা

কমপক্ষে তিন বছরের সংশ্লিষ্ট কর্ম অভিজ্ঞতা সহ এসএসসি অথবা সমমান।



(৩)  হেল্পার

 পদ সংখ্যাঃ ৪১

 বেতনঃ ১৪ হাজার টাকা। কোম্পানির বিদ্যমান বিধি মোতাবেক অন্য ভাতা ও সুবিধাদি।

 পে গ্রেডঃ ২০

 শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি অথবা সমমান। অভিজ্ঞতাধারীদের অগ্রধিকার দেয়া হবে।


 চাকরিতে আবেদনের বয়স

প্রার্থীর বয়স ২৪-০৪-২০২৫ইং তারিখে এক নং ক্রমিকের পদের জন্য ৫০ বছর, দুই ও তিন নম্বর পদের জন্য

সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে , অ্যাফিডেভিড গ্রহণযোগ্য নয়।


 আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে হবে।


 আবেদন শুরুর সময়ঃ ২০ এপ্রিল, ২০২৫ থেকে আবেদন করা যাবে। 

 আবেদনের শেষ সময়ঃ ১৫ মে, ২০২৫ তারিখের বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে।


Post a Comment

0 Comments

Technology